সাতক্ষীরায় চালককে অজ্ঞান করে ইজিবাইক ছিনতাই

সাতক্ষীরায় খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ইজিবাইক চালককে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ এপ্রিল) সাতক্ষীরা-খুলনা মহাসড়কের শাঁকদহা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় ইজিবাইক চালক মোস্তাফিজুর রহমানকে (৩০) উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের পাথরঘাটা গ্রামে।
জানা যায়, মোস্তাফিজুর রহমান প্রতিদিনের মতো সোমবার সকালে ইজিবাইক নিয়ে বের হন। পাটকেলঘাটা যাওয়ার কথা বলে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় থেকে তার ইজিবাইকটি ভাড়া নেন দুর্বৃত্তরা। পথে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে তাকে অজ্ঞান করে শাঁকদহা ব্রিজ এলাকায় ফেলে রেখে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সাতক্ষীরার কামালনগর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম বাবলা জানান, খুলনা থেকে ফেরার পথে তিনি শাঁকদহা ব্রিজ এলাকায় এক যুবককে পড়ে থাকতে দেখে গাড়ি থামান। যুবকটিকে উদ্ধার করে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তিনি জানতে পারেন, অজ্ঞান যুবকটি একজন ইজিবাইক চালক এবং দুর্বৃত্তরা তাকে অচেতন করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়ে গেছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অচেতন অবস্থায় যুবকটি সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। তার জ্ঞান ফিরলে বিস্তারিত তথ্য জানা যাবে এবং পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইব্রাহিম খলিল/এমজেইউ