যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী মোংলা কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুতর ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (১৪ এপ্রিল) ১০টা ২০ মিনিটের দিকে যশোর রেল স্টেশন সংলগ্ন রেলগেট এলাকায় বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর বিকল্প পথে খুলনা-যশোর থেকে সারা দেশের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
রেলের যাত্রী ও স্টাফরা জানান, সকাল ৯টায় বেনাপোল থেকে মোংলাগামী মোংলা কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। সকাল ১০টা ২০ মিনিটে যশোর জংশনে প্রবেশের সময় রেলগেট ক্রসিং এলাকায় একটি বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন
যশোর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার হাসিনা হাসান জানান, প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় ক্রসিং থেকে লাইনচ্যুত বগিটি প্রথম ট্র্যাকে ঠেলে দেওয়া হয়। এরপর দ্বিতীয় ট্র্যাকটি সচল করা হলে ১১টা ৪০ মিনিটের দিকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ ফের স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ শনাক্ত ও লাইনচ্যুত বগিটি ট্র্যাক থেকে সরিয়ে নিতে রেলওয়ের প্রকৌশলীরা কাজ করছেন।
এ্যান্টনি দাস অপু/এমএন