ফরিদপুরে ৩ ইট ভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলার অনুমোদনবিহীনভাবে চালু তিনটি ইটভাটার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৩ এপ্রিল) দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা ও সহকারী কমিশনার ভূমি রুবানা তানজিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারিভাবে ইটভাটার তালিকা যাচাই করা হলে সদরপুরের তিনটি ভাটার কোনো বৈধ কাগজপত্র না পেয়ে ওই তিনটি ইট ভাটাকে এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।
অর্থদণ্ড প্রাপ্ত তিনটি ভাটা হল- সদরপুরের ভাসানচর ইউনিয়নের চরকুমিরিয়ার কামরুজ্জামান টিটুর ফ্রেন্ড ব্রিক্স ফিল্ড, সদরপুর সদরে রাজিয়া সিনেমা হলের সামনে মো. রব বেপারী, আমির সিকদার ও সুশীল দাসের মালিকানাধীন আরএএস ভাটা এবং উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামে এ বি এম ভাটাকে এ জরিমানা করা হয়। পরে স্ব স্ব ভাটার পক্ষে ব্যবস্থাপকরা এ জরিমানার টাকা পরিশোধ করেন।
এ সময় সদরপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. ইলিয়াছ মোল্লা উপস্থিত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা জানান, লাইসেন্স না থাকার দায়ে প্রত্যেক ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর(৪) ধারায় এক লাখ টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। লাইসেন্স না পাওয়া পর্যন্ত ওই তিনটি ভাটার কার্যক্রম বন্ধ থাকবে।
জহির হোসেন/এমএন