খুলনায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

খুলনায় ট্রাকের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৪৮) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (১৩ এপ্রিল) রাতে মহানগরীর হরিনটানা থানাধীন রায়েরমহল মল্লিক বাড়ি মেলার মাঠের সামনে দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের অপরজন মো. ফারুক শেখ (৪০)।
আরও পড়ুন
নিহত সাইফুল নগরীর ছোট বয়রা শ্মশানঘাট ইসলামিয়া কলেজ রোডের বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে।
হরিণটানা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রায়ের মহলে ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম ও ফারুক শেখ আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। ফারুক শেখ খুমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
এদিকে, মোটরসাইকেল চালক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করার পর তার লাশ খুমেক হাসপাতালের মর্গে রাখা হয়। সোমবার (১৪ এপ্রিল) ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএ