জুলাই-আগস্টে ছাত্র হত্যার সাত মামলার আসামি আপেল গ্রেপ্তার

জুলাই-আগস্টে ছাত্র-জনতা হত্যার সাত মামলার আসামি আপেল মাহমুদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (১৩ এপ্রিল) রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মুন্সীগঞ্জ জেলার সদর থানার কেওয়ার লোহারপুল গাবতলা থেকে র্যাব-১১ এর অভিযানিক দল আপেলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আপেল মাহমুদ সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার বাসিন্দা।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতা হত্যার সাত মামলার আসামি আপেলকে র্যাব গ্রেপ্তার করেছে। তাকে রাত ১০টার দিকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
লোটন আচার্য্য/এসএসএইচ