ডাকাত সর্দার ‘বোমা খোরশেদ’ আশুলিয়া থেকে গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে আন্তঃজেলা শীর্ষ ডাকাত সর্দার মো. খোরশেদ ওরফে বোমা খোরশেদকে (৫৩) গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।
গ্রেপ্তার মো. খোরশেদ ওরফে বোমা খোরশেদ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে। বোমা খোরশেদ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার নেতৃত্বেই রাজবাড়ীসহ আশপাশের জেলায় ডাকাতি হতো।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ী সদর থানায় দুটি ও বালিয়াকান্দি থানায় দুটিসহ মোট চারটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়। মামলার ঘটনা তদন্তে ডিবি পুলিশের একটি টিম মাঠে নামে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে খোরশেদের নেতৃত্বে তার গ্রুপের সদস্যগণ সংঘটিত করার প্রমাণ পাওয়া যায়। ওই মামলাগুলোতে কালু হাওলাদার ওরফে কালু ডাকাতসহ সর্বমোট ছয়জন পেশাদার ডাকাতকে গ্রেপ্তার করা হয়। কালু হাওলাদারের বিরুদ্ধে ৩২টি মামলা এবং অন্যদের বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে। ইতোমধ্যে দুইজন ডাকাত আদালতে ফৌঃকাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। জবানবন্দিতে গ্রেপ্তারকৃত ডাকাতরা বলেন মো. খোরশেদ ওরফে বোমা খোরশেদ হচ্ছে ডাকাতির মাস্টারমাইন্ড ও তাদের লিডার।
আরও পড়ুন
পুলিশ সুপার বলেন, আমরা দীর্ঘদিন ধরে ডাকাতদলের এই মাস্টারমাইন্ড খোরশেদকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছিলাম। গতকাল ১২ এপ্রিল বিকেলে ডিবি পুলিশের একটি টিম ঢাকা জেলার আশুলিয়া থানার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা শীর্ষ ডাকাত সর্দার মো. খোরশেদ ওরফে বোমা খোরশেদকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত ৪০ হাজার টাকা ও পাঁচ আনা এ রতি ওজনের এক জোড়া কানের দুল ও দুই আনা ওজনের একটি আংটি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত খোরশেদের নামে আদালতে রাজবাড়ীসহ পার্শ্ববর্তী জেলায় ডাকাতির ঘটনায় আটটি ডাকাতির মামলা বিচারাধীন রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, ডিআইও-১ আব্দুর রহিম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান, ডিবির ওসি মফিজুর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে