শেরপুরে কূপ খননকালে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে গভীর কূপ খনন করতে গিয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভূঁইয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নারায়ণ কোচ (৪৫) ও নিরাঞ্জন কোচ (৩৫)। তারা উভয়েই ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূঁইয়া বাড়িতে কয়েকদিন ধরে গভীর কূপ খননের কাজ চলছিল। বিকেলে শেষ পর্যায়ের কাজ করতে কুয়ায় নামেন নারায়ণ কোচ। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে নিরাঞ্জন কোচ তাকে উদ্ধার করতে নিচে নামেন। এরপর দুজনই অচেতন হয়ে পড়েন। আরেকজন শ্রমিক তাদের উদ্ধার করতে গিয়ে তিনিও অজ্ঞান হয়ে যান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ ও একজনকে আহত অবস্থায় উদ্ধার করে।
আরও পড়ুন
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। দুর্ঘটনা-পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মো. নাইমুর রহমান তালুকদার/এএমকে