আলুর বদলে ময়দা দিয়ে চিপস তৈরি, জরিমানা লাখ টাকা

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া এলাকার এস এস মদিনা পটেটো চিপস ফ্যাক্টরিতে ভেজাল চিপস উৎপাদনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু। প্রসিকিউশন প্রদান করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. আতিকুর রহমান।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি আলুর বদলে চিপস তৈরিতে ব্যবহার করছে ময়দা। এছাড়া চিপসে বিষাক্ত কেমিক্যাল ও রঙ ব্যবহার করে তা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল। এসময় ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৪১ ধারা অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু ঢাকা পোস্টকে বলেন, শিশুদের জন্য স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। ভেজাল বা ক্ষতিকর খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এই ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
নাজমুল হাসান/আরকে