পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের পর দুর্বৃত্তদের আগুন

ঝালকাঠির নলছিটিতে এক পুলিশ সদস্যের বাড়িতে লুটপাট করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। লুট করার পর ঘরের ভেতরে আগুন লাগিয়ে দিলে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মগড় ইউনিয়নের ডুবিল গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর নাম মাহাদী হাসান খান, তিনি পুলিশের কনস্টেবল পদে রয়েছেন। অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল আলী খানের ছেলে তিনি।
আরও পড়ুন
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সবাই মেয়ের বাড়িতে ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা বসতঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটের পর আগুন ধরিয়ে দেয়। এতে ঘরের আসবাবপত্র, কাগজপত্র, পোশাকসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
মোফাজ্জেল আলী খান বলেন, সপরিবারে মেয়ের বাড়িতে ছিলাম। ফিরে এসে দেখি সব শেষ। ঘরের পেছনের দরজাটা ভাঙা ছিল। সবকিছু লুট করে ওরা আগুন দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই রাতে গ্রামে একটি ওয়াজ মাহফিল ছিল। বাড়ির সবাই বাইরে থাকায় ডাকাতদল সুযোগ নেয়। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মো. শাহীন আলম/এএমকে