ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের গণআন্দোলন

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখা গণআন্দোলন কর্মসূচি পালন করেছে।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা কুড়িগ্রাম সরকারি কলেজ গেট থেকে গণ আন্দোলন কর্মসূচি শুরু হয়।
সমবেত ছাত্রশিবির একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোষপাড়ায় মুক্তিযোদ্ধা ফলকের কাছে গিয়ে শেষ হয।
আরও পড়ুন
সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান হোসেন, জেলা শাখার সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, যুদ্ধের কোনো নিয়মনীতি না মেনে ফিলিস্তিনে মুসলমান ভাইবোনদের উপর অন্যায়ভাবে বোমাবর্ষণ করে গণহত্যা চালাচ্ছে ইহুদি রাষ্ট্র ইসরাইল। বিশ্বের মুসলিম জনতা এর প্রতিবাদ জানায়। তেমনি বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশের মানুষ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এ ধরনের বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। বিশ্ব বিবেক জাগ্রত হোক, অবিলম্বে বন্ধ হোক এই গণহত্যা।
অন্যদিকে বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
মমিনুল ইসলাম বাবু/এআইএস