ধানের আড়ালে গাঁজা চাষ, যুবক আটক

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে ধান খেতের আড়ালে গাঁজা চাষের অভিযোগে মো. আকাশ মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে নারায়নপুর নয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া আকাশ মিয়া ওই এলাকার দুলাল উদ্দিনের ছেলে।
আরও পড়ুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নুরুন্দি নয়াপাড়া গ্রামের দুলাল মিয়ার বাড়ির পেছনে পুকুরের পাশের একটি ধান খেতের ভেতর গাঁজা চাষের খবরে তিনটি গাছ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গাঁজা ওই এলাকার দুলাল উদ্দিনের ছেলে আকাশ নামের এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
জামালপুরের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (আইসি) ওবায়দুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আকাশ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এআইএস