ফরিদপুরে মিক্সার প্লান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ

ফরিদপুরে সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত মিক্সার প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে দুইজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। এ সময় তীব্র ধোয়ার কুণ্ডলী প্রায় ১০ কিলোমিটার দূরের এলাকায় ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শহরের ব্রাহ্মণকান্দার ঢাকা-বরিশাল বাইপাস সড়ক-সংলগ্ন এলাকায় অস্থায়ীভাবে স্থাপিত জাহিদুর রহমানের মালিকানাধীন ওই প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় পাশে থাকা তিন থেকে চারটি দোকান পুড়ে যায়। পরে ফরিদপুর দমকল বাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় দগ্ধ দুই শ্রমিককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন
দগ্ধ দুই শ্রমিক হলেন—ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাইলাডাঙ্গা গ্রামের জয়নাল মোল্লার ছেলে আল আমিন মোল্লা (৩৫) ও একই উপজেলার বকুলনগর গ্রামের হযরত আলীর ছেলে মো. মোকসেদ আলী (৪০)।
বিস্ফোরণের ঘটনায় সেখানকার মালামাল পুড়ে গছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বলে দমকল বাহিনী জানিয়েছেন।
জানা যায়, একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সেখানে সড়কের কাজে ব্যবহৃত মিক্সার প্লান্ট স্থাপন করে কাজ করে আসছেন। সেখানে পাথর, পিচ ও গ্রিন ওয়েল দিয়ে মিক্সিং করে সড়কের সংস্কার কাজ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ওই প্লান্টের রোলিং বা মিক্সার মেশিনের একটি মোটর থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আগুনে ধোয়ার তীব্রতা বেড়ে যায়। কারণ, গ্রিন ওয়েলে দাহ্য বা তীব্রতা বেশি হয়ে থাকে। এ ছাড়া সামনে থাকা কয়েকটি দোকানের গ্যাস সিলিন্ডারটাও বিস্ফোরিত হয়। খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ক্ষয়ক্ষতির তথ্য এখনও জানা যায়নি।
জহির হোসেন/এএমকে