ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা নিয়েছেন পাঁচ শতাধিক রোগী

ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শুক্রবার (১১ এপ্রিল) সকাল থেকে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্পে চিকিৎসাসেবা নিয়েছেন পাঁচ শতাধিক রোগী।
ঢাকা শিশু হাসপাতালের উপপরিচালক অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিলের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে দেশের শীর্ষস্থানীয় ১৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন বিভাগে সেবা দেন।
চিকিৎসাসেবায় অংশ নেন নবজাতক, শিশু-কিশোর, মেডিসিন, সার্জারি, কিডনি, চর্ম, যৌন, ইউরোলজি, হাড়জোড়া, নাক-কান-গলা, গ্যাস্ট্রোসহ নানা বিভাগের চিকিৎসকরা। সকাল ৮টা থেকে শুরু হয়ে জুমার নামাজের বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পটি চলে।
আরও পড়ুন
ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন—
অধ্যাপক ডা. এস এম খালিদ মাহমুদ শাকিল (হাড়জোড়া ও পঙ্গু রোগ বিশেষজ্ঞ), অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবলু (মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ), ডা. মো. নজরুল ইসলাম সেলিম (কিডনি, ইউরোলজি ও যৌন রোগ বিশেষজ্ঞ), ডা. মীর শহীদুল হাসান শাহীন (অর্থোপেডিক সার্জন), ডা. এস এম মনিরুজ্জামান শাহীন (ফ্যামিলি মেডিসিন ও সার্জারি বিশেষজ্ঞ), ডা. মো. সাইদুল ইসলাম, ডা. জাবির হাসান, ডা. মো. মজিবুর রহমান, ডা. এইচ এম জহিরুল ইসলাম, ডা. টি এম মেহেদী হাসান (সানি), ডা. তানজিলা আক্তার, ডা. মো. আলী আহম্মেদ ও ডা. এম শফিকুল ইসলাম রুমেলসহ আরও অনেকে।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অধ্যাপক ডা. খালিদ মাহমুদ শাকিল। তিনি বলেন, প্রান্তিক মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ। অনেক সময় রোগীরা সঠিক চিকিৎসা না পেয়ে কষ্ট করেন। আমরা চাই কম সময়ে এবং এক জায়গায় বহু বিভাগে সেবা দিয়ে মানুষকে উপকার করতে।
চিকিৎসা নিতে আসা রোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এমন উদ্যোগ মাঝেমধ্যে হলে সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া অনেক সহজ হয়।
এএমকে