নদীতে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

খাগড়াছড়ির চেঙ্গি নদীতে শামুক কুড়াতে গিয়ে পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে নদী থেকে স্থানীয় বাসিন্দারা তাদের মরদেহ উদ্ধার করেন।
নিহতরা হলেন—নলছড়া গ্রামের বিদেশ চাকমার মেয়ে পিয়াসি চাকমা (১৩) ও মুনি চাকমার মেয়ে রিয়া চাকমা (২০)। নিহত দুজন নিকটাত্মীয়, রিয়া চাকমার ভাইয়ের মেয়ে পিয়াসী চাকমা। পিয়াসী স্থানীয় মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে পিয়াসি চাকমা ও রিয়া চাকমা ছড়া ইউনিয়নের নলছড়া গ্রামের স্থানীয় পাঁচ কিশোরীর সঙ্গে চেঙ্গি নদীতে শামুক কুড়াতে নামেন। এক পর্যায়ে রিয়া চাকমা (প্রতিবন্ধী) শারীরিক ভারসাম্য হারিয়ে গভীর পানিতে পরে যান। তাকে বাঁচাতে গিয়ে পিয়াসী চাকমাও পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা বাকী তিন কিশোরী গ্রামের লোকজনকে জানালে তাৎক্ষণিক তাদের খুঁজতে নামেন। দুপুর পৌনে ১২টার দিকে মৃত অবস্থায় তাদের খুঁজে পাওয়া যায়।
আরও পড়ুন
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।
চাকমাদের প্রধান সামাজিক উৎসব বিজুর ঠিক এক দিন আগে এমন ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।
মোহাম্মদ শাহজাহান/এএমকে