শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে যুবলীগ নেতার আত্মহত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক কলহের জেরে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে মো আশিকুর রহমান (৩০) নামের এক যুবলীগ নেতা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুর বিষয়টি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।
আশিকুর রহমান উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং শম্ভুপুরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুর রহমান গত সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পারিবারিক কলহের জের ধরে নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় আশাপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। পরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোনারগাঁ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে পরে বিস্তারিত বলা যাবে।
মীমরাজ হোসেন/আরএআর