সিলেটে লালগালিচা দেখে চটেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেটের বিমানবন্দর থানা পরিদর্শনকালে লালগালিচা দেখে সেখানে উপস্থিত পুলিশ সদস্যদের ওপর চটেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সিলেট বিমানবন্দর থানা পরিদর্শনকালে এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শোনা যায়, এগুলো (লালগালিচা) না রাখতে বলার পরও কেন রাখা হলো? এগুলো এখনই উঠিয়ে ফেলো। যেগুলো করতে নিষেধ করি, তোমরা সেগুলোই করো। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে পুলিশ কমিশনারের খোঁজ করতেও দেখা যায়। পরে উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করে লালগালিচা না মাড়িয়েই থানা পরিদর্শনের জন্য ভেতরে প্রবেশ করেন তিনি।
থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, অস্ত্র উদ্ধারে সরকার চেষ্টা করছে। পাশাপাশি আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই পুলিশ অ্যাকশন নেবে। মব জাস্টিস পুলিশ ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি।
পুলিশের ভ্যান থেকে আসামি ছিনতাইয়ের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। তবে অ্যাকশন নিতে কিছুটা দেরি হয়, কেননা অনেক থানা পুড়িয়ে দেওয়া হয়েছে।
ইন্টারপোলে শেখ হাসিনার গ্রেপ্তারি পরোয়ানার আপডেট নিয়ে তিনি বলেন, ইন্টারপোলের আপডেটটা আগে যা ছিল তাই আছে। আপডেট হলে আপনাদের জানাব।
মাসুদ আহমদ রনি/এমজেইউ