চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

চাঁদপুরে সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুরে মা ও ছেলের মৃত্যু হয়। একই সময়ে বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া আরেক শিশুর মৃত্যু হয়।
নিহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২৮), তাদের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৭) এবং বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে মাকসুদা (২)।
আরও পড়ুন
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মৃত খাদিজার স্বজনদের সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টায় মা-ছেলে তাদের পুকুরে গোসল করতে নামে। এর মধ্যে ছেলে সাঁতার কেটে পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যায়, তার মা তাকে উদ্ধার করতে গেলে তিনিও ডুবে যান। পরে বাড়ির লোকজন তাদেরকে চাঁদপুর সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. মোহাম্মদ আসিবুল আহসান চৌধুরী বলেন, তাদের তিনজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আনোয়ারুল হক/আরকে