সড়কে কাঠ রেখে প্রতিবন্ধকতা তৈরি, ২৫ হাজার টাকা জরিমানা

নোয়াখালীর সোনাইমুড়ীতে সড়কে কাঠ রেখে প্রতিবন্ধকতা তৈরি করায় একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার।
জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বজরা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। করাতকল এবং রড সিমেন্টের দোকানের লাইসেন্স পাওয়া যায়নি। পাশাপাশি কাঠ এবং রড সিমেন্টের দোকানের মালপত্র রাস্তায় রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, সড়কে এভাবে মালামাল রাখা ঠিক না। এর ফলে প্রায় দুর্ঘটনা ঘটে। আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি কেউ যেন রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরকম কাজ না করেন।অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একই সঙ্গে নিরাপদ সড়ক নিশ্চিতের লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আমাদের এ অভিযান নিয়মিত চলবে।
হাসিব আল আমিন/আরকে