লালপুর থানা থেকে আসামি নিয়ে গেল ছাত্রদলের নেতাকর্মীরা

নাটোরের লালপুরে আটকের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার(৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে। রুবেল উদ্দিন উপজেলার গৌরিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুবেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মীরা থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় অসম্মতি জানালে একপর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায় তারা।
এ বিষয়ে কথা বলতে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
তবে এ বিষয়ে নাটোর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন ঢাকা পোস্টকে বলেন, বাগাতিপাড়ায় ১৬ ডিসেম্বরে আব্দুর রশিদের বাড়িতে গোলাগুলির ঘটনায় সংশ্লিষ্টতা সন্দেহে তাকে (রুবেলকে) পুলিশ আটক করে লালপুর থানায় নিয়ে আসে। পরে ওদের লোকজন থানায় এসে তাকে নিয়ে গেছে। কারা এই ঘটনায় জড়িত, আমরা চিহ্নিত করার চেষ্টা করছি। আমরা কিছু নামও পেয়েছি। তাদেরসহ ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারে যৌথবাহিনী কাজ শুরু করেছে।
গোলাম রাব্বানী/এমএএস