খুলনায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, দুজন দগ্ধ

খুলনায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে গ্যারেজ মালিক এবং মিস্ত্রি দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে নগরীর সোনাডাঙ্গা ট্রাক-স্ট্যান্ড কাঁচাবাজার এলাকার সুমন মটরস গ্যারেজে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকার শুকুর আলীর ছেলে সুমন এবং গল্লামারী দরগা রোড এলাকার মো. ওহিদুল মোল্লার ছেলে হৃদয়। আহত দুজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সুমন গ্যারেজের সামনে ফাঁকা কেমিক্যাল ড্রামের মুখ গ্যাস কাটারের মাধ্যমে খুলতে থাকেন সুমন ও হৃদয়। এ সময় বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ড্রাম ফেটে যায়। এতে গ্যারেজের মালিক সুমন এবং তার কর্মচারী হৃদয় গুরুতর আহত হন। বিস্ফোরণে তাদের হাঁটুর নিচের অংশ দগ্ধ হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
মোহাম্মদ মিলন/এমজেইউ