উখিয়ার ৪ ওয়ার্ডে রেডজোন ঘোষণা
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কক্সবাজারের উখিয়ায় ৪টি ওয়ার্ডে রেডজোন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) বিকেলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রেডজোনের আওতায় রয়েছে উপজেলার রাজাপালং ইউনিয়নের ২, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড। রেডজোন ঘোষণা করা এলাকাগুলোতে কোনো ধরনের পরিবহন সেবা থাকবে না। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে কোনো মানুষ বের হতে পারবেন না।
এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এনজিওর গাড়ি বা কর্মীও রেডজোনের আওতায় থাকবে। তবে চিকিৎসাপ্রার্থীসহ মানবিক সেবাগুলো সচল থাকবে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ বলেন, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রেডজোন ঘোষণা করা হয়েছে। এ নির্দেশনা আগামী ৬ জুন পর্যন্ত চলমান থাকবে।
এমএসআর