নিখোঁজের ৩৭ ঘণ্টা পর যমুনায় ভেসে উঠলো যুবকের মরদেহ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ যুবক মিরাজুল ইসলামের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নিশ্চিন্তপুর নৌকা ঘাট সংলগ্ন যমুনা নদী থেকে স্থানীয় জেলেরা তার মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধার করেন। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মিরাজুল ইসলাম চৌহালীর বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের প্রয়াত সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেনের ছেলে।
মিরাজুলের চাচা বাবু মিয়া জানান, গত রোববার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে মিরাজুল তার বোনদের সঙ্গে চরসলিমাবাদ এলাকার ভূতের মোড় ঘাটে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করলেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরদিন সোমবার সিরাজগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে নদীতে জেলেদের জালে মরদেহ ভেসে ওঠে।
বেলকুচি উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুর রহমান বলেন, টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে নদীতে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও মিরাজুলকে খুঁজে পায়নি। পরে স্থানীয় জেলেরা মরদেহ দেখতে পান এবং পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
চৌহালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাখাওয়াত হোসেন বলেন, ছেলেটি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিল। যমুনার মতো গভীর নদীতে নামার পর সাতাঁর কেটে উপরে উঠতে পারেনি। ফলে নিখোঁজ হওয়ার একদিন পর জেলেরা তার মরদেহ নদীতে ভেসে থাকতে দেখেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে গেছেন।
আরএআর