ইসরায়েলি হামলার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে প্রতিরোধ গড়ে তুলতে হবে

ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলার ঘটনায় ইসরায়েলকে সন্ত্রাসী ও বর্বর রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, ইসরায়েল একটি সন্ত্রাসী, বর্বর ও মানবতাবিবর্জিত রাষ্ট্র। বিশ্বমানবতাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ইসরায়েল একের পর এক বর্বর হামলা চালাচ্ছে। এতে প্রতিদিন মারা যাচ্ছে নারী-শিশুসহ নিরীহ মানুষ। এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভের মাধ্যমে ইসরায়েলের আগ্রাসী শক্তির মোকাবিলা করতে হবে। বর্বরোচিত এই হামলার ঘটনায় বিশ্বমানবতা চুপ করে বসে থাকতে পরে না।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার সরকারি শহীদ স্মৃতি কলেজ ফটকে ছাত্রদলের অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ তুলতে হবে। সেই সঙ্গে ইসরায়েলের এই নৃশংস হামলা বন্ধে জাতিসংঘ কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এখন বিশ্বমানবতার দাবি।
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে এই অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সরকারি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের শিক্ষক মির্জা জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর আরেফিন পাপন, পৌর ছাত্রদলের সদস্যসচিব তাজবির হোসেন অন্তর প্রমুখ।
এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মো. আমান উল্লাহ আকন্দ/এমজেইউ