ভোলায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে বিএনপি নেতা নিহত

ভোলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হুমায়ুন কবির (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এছাড়া তার সঙ্গে থাকা আরও ২ জন গুরুতর আহত হয়েছেন। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ভেদুরিয়া লঞ্চঘাট সংলগ্ন হেতনারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউনুস সিকদারের ছেলে। তিনি ওই ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ও ইউনিয়ন জাতীয়তবাদী মৎস্যজীবী সমিতির সভাপতি ছিলেন বলে জানা গেছে।
আহতরা হলেন- দৌলতখানের সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. নাছিরের ছেলে জুয়েল (৩২) ও ভবানীপুর ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. এমরানের ছেলে ফারুক (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালের দিকে মোটরসাইকেলে চড়ে বিএনপি নেতা হুমায়ুন কবিরসহ মোট ৩ জন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালে আয়োজিত বিভাগীয় অনুষ্ঠানে যোগ দিতে দৌলতখানের নিজ বাড়ি থেকে সদর উপজেলার ভেদুরিয়া লঞ্চঘাটে যাচ্ছিলেন। এ সময় লঞ্চঘাট সংলগ্ন হেতনারহাট এলাকায় পৌঁছালে একটি কুকুরকে বাঁচাতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে আনলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবিরকে মৃত ঘোষণা করেন। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
খাইরুল ইসলাম/আরকে