নারায়ণগঞ্জে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু, আহত ৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীপ্তি ডাইং কারখানায় ইটিপি প্ল্যান্ট নির্মাণকাজের সময় দেয়াল চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটির আরও তিনজন শ্রমিক আহত হন।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে সদর উপজেলার ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকার মো. টিপুর মালিকাধীন মেসার্স দীপ্তি ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে খানপুর তিনশ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
নিহত মো. আশরাফুল ভোলা জেলার চরফ্যাশনের আব্দুর সাত্তারের ছেলে। আহতরা হলেন, হৃদয়, রাকিব ও সোহেল। নিহত ও আহত চারজনই মেসার্স দীপ্তি ডাইং কারখানার কর্মরত শ্রমিক এবং ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকার জাকির হোসেনের বাড়ির বাড়াটিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের ছুটি শেষে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মো. টিপুর মালিকাধীন মেসার্স ডাইং কারখানায় কাজে যোগদান করেন শ্রমিকরা। কারখানাটির ইটিপি প্ল্যান্ট নির্মাণে শ্রমিক সংকট থাকায় নির্মাণকাজে তারা অংশগ্রহণ করেন। নির্মাণকাজের সময় হঠাৎ তারা চারজন দেয়াল চাপায় আটকে পড়ে। তাদেরকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক আশরাফুলকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, দীপ্তি ডাইং কারখানার ইটিপি প্ল্যান্ট নির্মাণকাজের সময় দেয়াল চাপা পড়ে। কারখানাটির চারজন শ্রমিক আহত হয়। এ সময় ফায়ার সার্ভিস খবর পেয়ে আহতদের উদ্ধার করে খানপুর ৩শ শয্যা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশরাফুল নামে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক অপু কুমার সাহা বলেন, বিকেলে আহত অবস্থায় আমাদের এখানে চারজনকে নিয়ে আসা হয়। তার মধ্যে আশরাফুলকে আমরা মৃত পাই। বাকি তিনজনকে আমরা ভর্তি করে চিকিৎসা দিচ্ছি।
মেহেদী হাসান সৈকত/আরকে