প্রাইভেট পড়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রী তন্নীর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে নুসরাত জাহান তন্নী (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মরিয়ম আক্তার (৪০) ও রাকিব হাসান (২২) নামের আরও দুই যাত্রী।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্নী ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার সদর ইউনিয়নের আশ্রাবপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে। পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে তন্নী ছিল সবার বড়।
পরিবার সূত্রে জানা যায়, নিহত তন্নী সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সুদিপ্ত প্রিয়ন্তি নামের একটি যাত্রীবাহী বাস ঈশ্বরগঞ্জের হারুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তন্নী মারা যায়।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল হক ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করে চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আমান উল্লাহ আকন্দ/আরএআর