জিডির জন্য ৩ প্যাকেট সিগারেট নেওয়ার অভিযোগ এএসআইয়ের বিরুদ্ধে

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট সিগারেট ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে এক এএসআইয়ের বিরুদ্ধে।
সালমান কবীর নামের এক যুবক পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় গেলে জিডি করার জন্য তাকে তিন প্যাকেট সিগারেট দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় থানায় জিডি করতে গেলে তার কাছ থেকে এই টাকা নেন সিরাজদিখান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান।
ভুক্তভোগী যুবক সালমান কবীর বলেন, শনিবার সন্ধ্যায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করতে থানায় যায়। তখন এএসআই মাহফুজুর রহমান কীভাবে হারিয়েছে জানতে চান। আমি বলি, ঢাকার পল্টন থেকে বাসে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায়। তিনি বলেন, তাহলে পল্টন চলে যান, এখানে হবে না।
আরও পড়ুন
ভুক্তভোগী আরও বলেন, জিডিটা করার জন্য আমি তাকে অনুরোধ করি। এ সময় তিনি বলেন, ‘দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় তিন প্যাকেট বেনসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান। পরে থানার পাশের একটি দোকান থেকে এক হাজার ২০০ টাকায় তাকে তিন প্যাকেট সিগারেট কিনে দেই।
অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে এএসআই মাহফুজুর রহমান বিষয়টি এড়িয়ে যান। পরে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে থানায় গিয়ে দেখা করতে বলেন।
এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন ঢাকা পোস্টকে বলেন, আমার থানায় যে দুর্নীতি করবে তার কোনো ছাড় নেই। আমি অভিযুক্ত এএসআইয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান বলেন, তদন্ত সাপেক্ষে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ব. ম শামীম/আরকে