২৬০ লিটার ভেজাল দুধসহ গ্রেপ্তার ২, নজরদারিতে আরও ৩৫ জন

সাতক্ষীরায় ভেজাল দুধ তৈরির কারখানা থেকে ২৬০ লিটার দুধসহ দুইজনকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় রোববার (৬ এপ্রিল) সকালে প্রেস ব্রিফিং করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, জেলা পুলিশ ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত সফল অভিযানে একটি সংঘবদ্ধ চক্রের অন্যতম দুই সদস্যকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় আরও ৩০-৩৫ জন ব্যক্তি ভেজাল দুধ ও ঘি তৈরির সঙ্গে জড়িত রয়েছে। তাদের শনাক্তে ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে মিল্ক ভিটা ও ব্র্যাকের দুগ্ধজাত পণ্যের বাজারে ভেজাল দুধ সরবরাহ করে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
পুলিশ সুপার সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকার এবং কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।
প্রসঙ্গত, শনিবার (৫ এপ্রিল) রাতে সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামে ডিবি পুলিশের অভিযানে ২৬০ লিটার ভেজাল দুধ, ঘি, ক্রিম, সোডা, কাস্টিক ও দুধ তৈরির মেশিনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
ইব্রাহিম খলিল/আরএআর