রাজনীতিতে গত ১৭ বছর অনেক কষ্ট করেছি : পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমরা রাজনীতিতে গত ১৭ বছর অনেক কষ্ট করেছি। আগামীতে আল্লাহ যদি চান তাহলে সুদিন আসার সম্ভাবনা আছে। আমরা যেন অহংকারী না হয়ে উঠি। আমরা যেন বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হয়ে পৃথিবী থেকে যেতে পারি, যেমন আমার বাবাসহ অন্যান্য যারা ছিলেন যাদের মৃত্যুতে মানুষের হৃদয় এখনো ছুঁয়ে যায়। তাদের কথা চিন্তা করলে চোখ দিয়ে পানি চলে আসে।
রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে সাবেক মন্ত্রী ও মেয়র মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ভোলা জেলা শহরের উকিলপাড়ায় শান্ত নীড়ে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বাবার স্মৃতিচারণ করতে গিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।
বাবার প্রতি স্মৃতিচারণ করে পার্থ বলেন, সারা বাংলাদেশের মানুষ আমাদের মহব্বত করে, ভালোবাসে, বাবাকে সম্মান করে এটা মনে হয় বাবার সদকায়ে জারিয়া। বাবার কোনো অহংকার ছিল না। সাধারণ মানুষের সঙ্গে ভালোভাবে মিশতেন, সে যেই হোক। এ ছাড়া সকলের কাছে বাবার জন্য দোয়া কামনা করেন তিনি।
নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিজেপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ভোলা জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়নসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মো. খাইরুল ইসলাম/এমজেইউ