জয়পুরহাটে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়, জরিমানা

ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জয়পুরহাটে তিনটি বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অন্য এক প্রতিষ্ঠানকে ৫০০ টাকা জরিমানাসহ এক মাদকসেবীর বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) জেলা প্রশাসক (ডিসি) আফরোজা আক্তার চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগে শনিবার (৫ এপ্রিল) বিকেলে শহরের জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তিনটি বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ। এ সময় বিআরটিএ’র মোটরযান পরিদর্শক রাম কৃষ্ণ পোদ্দার, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মোমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাঁচবিবি উপজেলায় একটি মামলায় ৫০০ টাকা অর্থদণ্ড করেছেন পাঁচবিবি ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আক্কেলপুর উপজেলায় একজন মাদকসেবীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আক্কেলপুর ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ বলেন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৩৪ ও ৮০ ধারা মোতাবেক অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ঢাকা রুটে চলাচলকারী রকি পরিবহন, আহাদ ইন্টারপ্রাইজ ও শাহ ফতেহ আলী পরিবহনকে পৃথকভাবে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
চম্পক কুমার/এমজেইউ