অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ১৪ পরিবহনকে জরিমানা

ঈদ ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে লক্ষ্মীপুরে ১৪টি পরিবহনকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়পুর উপজেলা বাস টার্মিনাল ও ল্যাংড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে বাস পরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের অর্থদণ্ড দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। সহকারি কমিশনার শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত চেয়ারকোচগুলোর মধ্যে ঢাকা এক্সপ্রেসকে ১০ হাজার টাকা, শাহী পরিবহনকে ১০ হাজার টাকা, জোনাকি পরিবহনকে ৩ হাজার টাকা ও ইকোনো পরিবহনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া চাঁদপুরগামী ১০ জন সিএনজি চালিত অটোরিকশা চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ ও দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট না থাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চেয়ারকোচসহ অটোরিকশা চালকদের জরিমানা করা হয়েছে।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিভিন্ন পরিবহনের যাত্রীদের ভোগান্তি দূর করতে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
শুক্রবারও সদরের ঝুমুর, বাস টার্মিনাল, উত্তর তেমুহনী ও রামগঞ্জ বাস কাউন্টারে অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়।
হাসান মাহমুদ শাকিল/এনএফ