বাড়তি ভাড়া আদায় : ময়মনসিংহে ১২ মামলায় ৩১৫০০ টাকা জরিমানা

ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরার পথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে ১২টি মামলায় মোট ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ময়মনসিংহ নগরীর ঢাকা বাইপাস মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম।
অভিযানে গাড়ির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা, যানবাহনের ফিটনেস সনদ না থাকা, অতিরিক্ত ভাড়া আদায় এবং পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহনের মতো বিভিন্ন অনিয়মের অভিযোগে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
আরও পড়ুন
বিআরটিএ’র উচ্চমান সহকারী শ্রী বিধান রায় ঢাকা পোস্টকে জানান, যাত্রীদের সরাসরি অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
ঢাকাগামী বাসের যাত্রী রফিকউল্লাহ খান বলেন, এই অভিযানের ফলে বাস ভাড়া অনেকটাই কমে গেছে। আমরা চাই, এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকুক।
অভিযানকালে বিআরটিএ’র কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমান উল্লাহ আকন্দ/এমএসএ