ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেলো কৃষকের

বরগুনার তালতলী উপজেলায় ইঁদুরের আক্রমণ থেকে ধান ক্ষেত রক্ষায় পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. কাদের মুন্সী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিক ও নাসির মিয়া নামে দুই কৃষক তাদের বোরো ধানের জমিতে ইঁদুর তাড়াতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। নিহত কাদের মুন্সী বিকেলে পাশের নিজের ধান ক্ষেতে যাওয়ার পথে সেই বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন। পরে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজ করতে গিয়ে তাকে ধান ক্ষেতে পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
এ ঘটনার পর বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা দুই কৃষক সিদ্দিক ও নাসির মিয়া পলাতক রয়েছেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত নিহতের পরিবার কিংবা অন্য কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল আলীম/এমএসএ