রাজবাড়ী রেলস্টেশনে ঢাকামুখী ট্রেনে যাত্রীদের ভিড়

ঈদের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরছে। রাজবাড়ী রেলওয়ে স্টেশন দিয়ে যাওয়া প্রত্যেকটি ট্রেনের ভেতরে ও দরজায় যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে তারা। শনিবার (৫ এপ্রিল) বিকেলে রাজবাড়ী রেলস্টেশন ঘুরে এই চিত্র দেখা যায়।
সরেজমিনে স্টেশনে গিয়ে দেখা যায়, বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেসের যাত্রিরা রাজবাড়ী রেলস্টেশনে অপেক্ষা করছে। প্লাটফর্মে বসার যায়গা না পেয়ে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
প্লাটফর্মে অপেক্ষা করা যাত্রী রাকিব বলেন, আমি বেসরকারি কম্পানিতে চাকরি করি। টিকিট কিছুদিন আগে কেটেছি। প্লাটফর্মে যে যাত্রী দেখছি, ট্রেনে উঠতে পারবো কিনা যানি না। আজ মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকায় যাত্রীর বেশি চাপ দেখা যাচ্ছে স্টেশনে।
রিনা বেগম নামের আরেক যাত্রী বলেন, ঈদের ছুটিতে গিয়েছিলাম বোনের বাড়ি বেড়াতে। স্টেশনে এসে দেখি অনেক লোক। এখন দুটি ছোট বাচ্চা নিয়ে ট্রেনে উঠবো কীভাবে সেটাই ভাবছি। নিরাপদ ভ্রমণ হচ্ছে ট্রেন। তবে এখন চিন্তা বেড়েই গেলো।
আরও পড়ুন
বেনাপোল এক্সপ্রেস ট্রেন ৫টা ৪০ মিনিটে প্লাটফর্মে প্রবেশ করে। এ সময় দেখা যায় ট্রেন ভরা যাত্রী। ট্রেনের ভেতরসহ দরজায় উপচে পড়া ভিড়। দরজাগুলোতে বাদুরঝোলা হয়ে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। দরজার সামনে অতিরিক্ত ভিড় হওয়ায় কারণে ট্রেনের ভেতরের যাত্রীরা নামতে পারছিলেন না। যাত্রীদের ভিড়ের কারণে দরজা দিয়ে ট্রেনের ভেতরে প্রবেশ করতে না পেরে অনেককে ট্রেনের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। যে যেভাবে পারলেন ট্রেনে উঠলেন। অনেকে ভেতরে জায়গা না পেয়ে দরজায় ঝুলেই নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিলেন। ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন থেকে ৫টা ৫৬ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ছাদে কাউকে ভ্রমণ করতে দেখা যায়নি।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে মানুষ কর্মস্থলে ফিরছে। এজন্য ঢাকাগামী সব ট্রেনে ভিড় দেখা যাচ্ছে। যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে