নেশার টাকা না পেয়ে অস্ত্র দিয়ে স্ত্রীর হাত বিচ্ছিন্ন করলেন স্বামী

বরগুনার আমতলী উপজেলায় নেশা করতে টাকা চেয়ে না পেয়ে পলি বেগম নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপে হাত বিচ্ছিন্ন করে দিয়েছেন তার মাদকাক্ত স্বামী সাইদুর রহমান।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে আমতলী উপজেলার দক্ষিণ টেপুড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূ বর্তমানে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন কেন্দ্রে (পঙ্গু) ভর্তি রয়েছে।
শনিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনায় ভুক্তভোগী পলি বেগমের বোন মিলি বেগম সাইদুর রহমানকে অভিযুক্ত করে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইদুর রহমান মৃধা আমতলী উপজেলার আবুল হাসেম মৃধার ছেলে। তিনি একটি সরকারি হাসপাতালে অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। বর্তমানে অবসরে থাকলেও দীর্ঘবছর ধরে তিনি বিভিন্ন ধরনের মাদক সেবন করেন। আর এ নেশার টাকা জোগাড় করতে না পেরে স্ত্রী পলি বেগমের কাছে টাকা চান সাইদুর। এ সময় নেশা করতে টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন সাইদুর। এতে পলি বেগমের ডান হাতের কনুই থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্বজনরা আহত অবস্থায় পলি বেগমকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে ভুক্তভোগী ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন কেন্দ্রে (পঙ্গু) প্রেরণ করা হয়।
এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর বোন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্দুল আলীম/আরকে