ঈদের দিন থেকে সড়কে অভিযান, লক্ষাধিক টাকা জরিমানা

পঞ্চগড়ের সড়ক ও মহাসড়ক নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ও ট্রাফিক পুলিশকে নিয়ে ঈদের দিন থেকেই যৌথ অভিযান চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ।
গতকালও জেলার মিলগেট এলাকায় বাস, ট্রাক, মাক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে অভিযান চালানো হয়। অভিযানে যৌথবাহিনীর সদস্যরা ট্রাক, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারে তল্লাশি চালায়।
এ অভিযানে ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় বিভিন্ন যানবাহনকে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে বলে জানান পঞ্চগড় বিআরটিএ’র সহকারী পরিচালক তন্ময় ধর।
আরও পড়ুন
তিনি বলেন, ঈদের দিন থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময়ের মধ্যে আজ পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধ যানবাহন, বৈধ কাগজ- ড্রাইভিং না থাকায় বিভিন্ন যানবাহনে অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়। এ অভিযান চলমান থাকবে।
এসকে দোয়েল/এনএফ