বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।
শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মনসাতলী নামক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিন মনসাতলী নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে মো. মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আওয়ামী লীগ সরকারের অধীনে সবশেষ দুটি উপজেলা পরিষদ নির্বাচনে মনির চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে দুইবারই নির্বাচিত হন। এছাড়া এর আগেও তিনি বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঢাকা পোস্টকে বলেন, বরগুনা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে, আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।
আব্দুল আলীম/আরকে