ঈদে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়ে গুনলেন জরিমানা

ঈদুল ফিতরকে পুঁজি করে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় নোয়াখালীতে ৭টি পরিবহনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে সোনাইমুড়ীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজান আহমেদ।
জানা যায়, ঈদুল ফিতরকে পুঁজি করে বাসের টিকিট কিনতে নোয়াখালী থেকে ঢাকা রুটে চলাচলকারী পরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগ পান জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজান আহমেদ অভিযান পরিচালনা করলে সত্যতা পান। তারপর লাল সবুজ পরিবহন, হিমাচল পরিবহন, নীলাচল পরিবহন,একুশে পরিবহন ও স্বাধীন বাংলা পরিবহন’কে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ও অভিযোগ প্রমাণিত হওয়ায় কারণে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং যাত্রীদের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত প্রদানের বাধ্য করা হয়। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয় সেজন্য কাউন্টার গুলোকে সতর্ক করা হয়েছে এবং ড্রাইভারদেরকে গতিসীমা ও নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ করা হয়।
আরও পড়ুন
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেজান আহমেদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রী সাধারণের নিরাপদ যাত্রা নিশ্চিত করা, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করা নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ৭ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে আর যেন ভাড়া বেশি না নেওয়া হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। যদি আমরা অভিযোগ পাই তাহলে আবার অভিযান পরিচালনা করব।
অভিযান পরিচালনায় বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়, সহকারী মোটরযান পরিদর্শক জাকির হোসেন ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
হাসিব আল আমিন/এমএসএ