মাছ ব্যবসায়ীকে হত্যা, গণপিটুনিতে অভিযুক্ত যুবক নিহত

রাজশাহীর বাগমারায় আব্দুর রাজ্জাক নামে এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে আমিনুল ইসলাম নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। এ সময় বাধা দিতে গিয়ে পুলিশের ছয় সদস্য আহত হন।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার রণশিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৩১) এবং একই গ্রামের আমিনুল ইসলাম (৩৩)।
আরও পড়ুন
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, বিকেলে রাণশিবাজার এলাকায় আমিনুল ইসলাম মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় রাজ্জাক ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরও জানান, ঘটনার পর বাজারের লোকজন আমিনুলকে ধরে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তবে কিছুক্ষণ পর প্রায় দেড় হাজার উত্তেজিত জনতা বাজারে এসে পুলিশের ওপর হামলা চালায়, আমিনুলকে ছিনিয়ে নেয় এবং পিটিয়ে হত্যা করে। এতে পুলিশের ছয় সদস্য আহত হন।
তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে উভয়ের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শাহিনুল আশিক/এমএসএ