মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর আগেই কৃষকের বসতঘর পুড়ে ছাই

সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস বেড়িয়ে আগুন ধরে বসতবাড়ি পুড়ে নিঃস্ব হয়ে গেছেন খাগড়াছড়ি জেলার তবলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ড দেওয়ান পাড়ার বাসিন্দা মো. আব্দুল গণি।
শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গণি মিয়ার বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
গণি মিয়ার প্রতিবেশী মো. আলাউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, হঠাৎ বিস্ফোরণের আওয়াজ শুনে বের হয়ে দেখি গণি মিয়ার বসতঘরে আগুন জ্বলছে। প্রতিবেশীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
তিনি আরও বলেন, কয়েকদিন আগে গণি মিয়ার মেয়ের বিয়ে হয়েছে। শনিবার মেয়েকে জামাই বাড়ি নিয়ে যাবে। মেয়েকে দেওয়ার জন্য সোনার গহনা গড়েছিলেন। আগুনে গহনাসহ নগদ টাকা, পরিবারের ব্যবহারের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছেন গণি মিয়া। লাকড়ির চুলার পাশে রান্নার জন্য ব্যবহৃত গ্যাসের চুলা এবং গ্যাস ভর্তি সিলিন্ডার ছিল। কোনোভাবে গ্যাস লিক হয়ে ঘরে জমে যায়। লাকড়ির চুলায় আগুন দিলে আগুন গ্যাসে লেগে যায়। মুহূর্তের মধ্যে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। বাড়ির পাশাপাশি তিনটি ঘরেই আগুন লেগে যায়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার মনজুর আলম ঢাকা পোস্টকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনে গণি মিয়ার বসতবাড়ি পুড়ে যাওয়ার খবর জেনেছেন। উপজেলা সদর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরের ঘটনাস্থল হওয়ায় আগামীকাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক সহযোগিতা করা হবে। এ ছাড়া তবলছড়ি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাৎক্ষণিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মোহাম্মদ শাহজাহান/এএমকে