জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমিরের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মাদ্রাসা প্রতিষ্ঠা করে জমি দখলের অভিযোগ উঠেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমির মাওলানা মির্জা নুরুর রহমান বেগ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এমনকি যার জমিতে প্রতিষ্ঠিত মসজিদ ও মাদ্রাসা সেখানে তাদের ঢুকতে না দেওয়ার অভিযোগও উঠেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (৩ মার্চ) কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমি মালিকের ভাইয়ের ছেলে আসাদুজ্জামান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে দেখছি। তা ছাড়া শুক্রবার ওই জমিতে প্রতিষ্ঠিত মসজিদে নামাজ আদায় নিয়েও কিছু ঝামেলা হয়েছে শুনেছি।
অভিযোগে উল্লেখ করা হয়, বরিশাল রূপাতলীতে মির্জা আবু জাফর বেগের ক্রয়কৃত ৪৫ শতাংশ জমিতে ইসলামিক প্রতিষ্ঠান পরিচালনার সিদ্ধান্ত নেন। ইসলাম প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চাচাতো ভাই এনায়েতুর রহমানের নামে ইবতেদায়ী মাদ্রাসা ও একটি মসজিদ নিয়ে এনায়েতুর রহমান কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হয়। ওই প্রতিষ্ঠান এনায়েতুর রহমানের সন্তান মির্জা নূরুর রহমান বেগ ও তার স্বজনরা পরিচালনা করতেন। পরবর্তীতে প্রতিষ্ঠান সম্প্রসারণের জন্য আবু জাফর বেগ আরও অর্থ প্রদান করলে নূরুর রহমান বেগ ও তার ভাইয়েরা নতুন করে ১৫ শতাংশ জমি ক্রয় করেন প্রতিষ্ঠানের নামে।
আরও পড়ুন
অভিযোগকারী আসাদুজ্জামান বলেন, প্রতিষ্ঠান পরিচালনায় আমার চাচা আবু জাফর বেগ আমেরিকা থেকে বিপুল পরিমাণের অর্থ সহায়তা করতেন। কিন্তু নূরুর রহমান বেগ ও তার ভাইয়েরা মসজিদ মাদ্রাসার নামে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে আত্মসাত করে আসছেন। তারা এনায়েতুর রহমানের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে দুর্নাম ছড়াচ্ছেন এবং অবৈধভাবে প্রতিষ্ঠানগুলো দখল করে রেখেছেন।
তিনি বলেন, আমার চাচা আমেরিকা থাকলেও প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালনার জন্য ২৪ ফেব্রুয়ারি ২২ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। আমাকে সেই কমিটির সভাপতি করা হয়েছে। চাচা আবু জাফর বেগের দেওয়া দায়িত্বপ্রাপ্ত হয়ে তার প্রতিষ্ঠানে আসলে দখলকারীরা আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দেন। তাদেরকে জমি অনুসারে দায়িত্ব বুঝিয়ে দিতে বললে তারা জোরপূর্বক জমি দখল করে আমাদের হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেন।
অন্যান্য অভিযুক্তরা হলেন, সায়েমুর রহমান বেগ, মির্জা সোয়েবুর রহমান, মির্জ কেফায়েতুর রহমান, মির্জা রহমতুর রহমান, মির্জা বরকতুল রহমান, মির্জা ইয়াসিন রহমান।
এদিকে আবু জাফর বেগের দেওয়া কমিটির সদস্যরা শুক্রবার (৪ মার্চ) এনায়েতুর রহমান জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গেলে তাদের বাধা প্রদান ও মসজিদ থেকে বেড় করে দেয় বলে অভিযোগ করেন সদস্য সৈয়দ রিয়াজুল করিম। তিনি বলেন, শুক্রবার বিকেলে আমাদের পারিবারিকভাবে বসার কথা ছিল। এর আগে আমরা মসজিদে নামাজ আদায় করতে যাই। এ সময়ে নূরুর রহমান বেগের লোকজন আমাদের মসজিদে ঢুকতে দেননি এবং একজনকে আহত করেছেন। আমরা তাকে হাসপাতালে ভর্তি করিয়েছি।
এসব বিষয়ে মির্জা নূরুর রহমান বেগ বলেন, আমার চাচা মির্জা জাফর বেগ সুদূর আমেরিকায় থাকেন। তিনি স্বইচ্ছায় আমাদেরকে ওখানের জায়গা দেখিয়েছেন। তিনি আমার পিতা এনায়েতুর রহমানের নামে জমি দানের ঘোষণা দেন। আমরা বোর্ড চুক্তির কায়দায় দ্বীনীয়া মাদ্রাসার অদলে ২০০৪ সালে প্রতিষ্ঠা করে প্রতিষ্ঠান চালাচ্ছি প্রায় কুঁড়ি বছর। চাচা আসছিলেন জানুয়ারি মাসে। তিনি বলেছেন, প্রতিষ্ঠান তিনি চালাবেন। আজকে (শুক্রবার) ওখানে গিয়েছেন জাফর বেগের বড় ভাই আমার চাচাসহ আরও কয়েকজন নিয়ে নামাজ পড়াতে গিয়েছেন। মসজিদে আমাদের তো ইমাম আছেন। হুট করে গিয়ে তো আমি আপনার ঘর দখল করতে পারি না।
তিনি বলেন, প্রতিষ্ঠান গড়ে তুলতে চাচা (জাফর বেগ) জমি দিয়েছেন। চাচা বর্তমানে আমেরিকা আছেন। চাচা আসবেন আমরা পারিবারিকভাবে বসবো সমস্যার সমাধান হয়ে যাবে। এখানে কোনো ঝগড়া-ফ্যাসাদ নেই। একটা প্রতিষ্ঠান ২০টি বছর চলেছে। তার নিয়ম-কানুন আছে। হুট করে ঝগড়া করে ঝামেলা করার দরকার ছিল না। তারা সেখানে গেছেন আমরা কি বলবো, আমাদের পক্ষ থেকে কারো প্রতি অভিযোগও নেই কোনো ক্ষোভও নেই।
উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন মির্জা নূরুর রহমান বেগ।
সৈয়দ মেহেদী হাসান/এএমকে