তিন তরুণের তেঁতুলিয়া-টেকনাফ সাইকেলযাত্রা

টেকসই পৃথিবী গড়ি, নেট-জিরো কার্বন মেনে চলি— এ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে টেকনাফের উদ্দেশে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছেন তিন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তারা হলেন আল আমিন, শাহিন আলম ও ফরহাদ মিয়া।
বিজ্ঞাপন
গতকাল বাংলাবান্ধা জিরোপয়েন্ট থেকে সাইকেল যাত্রা শুরু করেন তারা। যাত্রাপথে বিভিন্ন সড়ক, হাট বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানে সাইকেল থামিয়ে সাধারণ মানুষকে পরিবেশ দূষণ রোধে সচেতনতাসহ বিভিন্ন পরামর্শ দিতে দেখা গেছে।
এ তিন শিক্ষার্থীর মধ্যে আল আমিনের বাড়ি নওগাঁ জেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। একই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন আলম। তিনি সুনামগঞ্জের ছেলে। অপরজন ফরহাদ মিয়া নড়াইলের বাসিন্দা।
বিজ্ঞাপন
শিক্ষার্থীরা জানান, বায়ুদূষণ রোধে আমাদের এই সাইকেলযাত্রা। বর্তমান সময়ে বায়ুদূষণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর দেশের তালিকায় ভারত ও চীনের পরই আমাদের অবস্থান। ধূলোবালি মিশ্রিত বাতাসের কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আরেক দিকে শিশুদের স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তাহীনতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই পরিবেশ ও বায়ু দূষণ রোধে আমাদের এই উদ্যোগ।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তারা আরও বলেন, আমরা তেঁতুলিয়া টু টেকনাফ সাইকেল যাত্রায় পরিবেশ পরিবেশ দূষণ রোধে বিভিন্ন পথসভা, আলোচনা, বৃক্ষরোপণ ও বিভিন্ন জেলার মাটি সংগ্রহ করব। আগামী ৮ দিনের মধ্যে শেষ হবে এই সাইকেলযাত্রা।
শিক্ষার্থী আল আমিন বলেন, আমাদের দেশে প্রতিনিয়ত পরিবেশ ও বায়ু দূষিত হচ্ছে। দূষণের ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল সাধারণ মানুষদের সচেতন করার। তাই তিনজন মিলে আজ তেঁতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট হতে টেকনাফের পথে সাইকেলযাত্রা শুরু করেছি। যাত্রা পথে বিভিন্ন মানুষকে পরিবেশ দূষণ রোধে সচেতন করবো ও পরামর্শ দেবো।
এসকে দোয়েল/এনএফ