পুলিশের লুট হওয়া শটগান ও গুলিসহ আটক ২

পুলিশের লুট হওয়া শটগান ও ৭ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ছাড়া তাদের কাছ থেকে আরও দুটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মো. সালেহ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
আটক দুইজন হলেন– খুলনার ডুমুরিয়াা উপজেলার কাঁঠালতলা গ্রামের সবুর সরদারের ছেলে খাইরুল সরদার ও নগরীর বাঙ্গালবাড়ি সড়কের প্রয়াত আব্দুল খালেকের ছেলে ফারুক হোসেন।
আরও পড়ুন
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার (২ এপ্রিল) রাতে খুলনা মহানগরীর হরিণটানা থানার বাঙ্গালবাড়ি রোডে একজন গুলিবিদ্ধ হন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে গুলিবিদ্ধ খাইরুল সরদারকে পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বাঙ্গালবাড়ি এলাকায় অস্ত্র কিনতে গিয়ে অস্ত্র পরীক্ষা-নিরীক্ষা করার সময় অসতর্কতার কারণে তার হাতে থাকা পিস্তলের গুলি ফায়ার হয়ে তার বাম হাতের তালুতে লেগে আহত হন। পরে বৃহস্পতিবার সকালে খাইরুল বাঙ্গালবাড়ি এলাকায় অস্ত্র বিক্রেতা ফারুক হোসেনের বাড়ি দেখিয়ে দেয়। ওই বাড়ির রান্নাঘরের জ্বালানি কাঠের স্তূপের মধ্য থেকে বিদেশি দুটি পিস্তল, বসতঘরের মধ্যে থাকা টিনের বাক্সের ভেতরে রাখা একটি শটগান এবং শটগানের ৭ রাউন্ড গুলি, ঘরের ভেতরে দেয়ালের ওপর থেকে পিস্তলের ৮ রাউন্ড তাজা গুলি এবং এক রাউন্ড গুলির খোসা, বসতঘরের খাটের নিচ থেকে একটি রামদা উদ্ধার করা হয়।
এ ছাড়া একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা শটগান এবং শটগানের ৭ রাউন্ড গুলি পুলিশের লুট হওয়া অস্ত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক বিভিন্ন সন্ত্রাসী-চাঁদাবাজদের কাছে অবৈধ অস্ত্র কেনাবেচা করে বলে স্বীকার করেছে। এ ঘটনায় হরিণটানা থানায় মামলা হয়েছে।
মোহাম্মদ মিলন/এসএসএইচ