গাইবান্ধায় আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাঈদ হোসেন জসিম ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে গাইবান্ধা শহরের একোয়াস্টেটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
আরও পড়ুন
তবে কী কারণে এবং কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
রিপন আকন্দ/এসএসএইচ