কক্সবাজারে বাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচ পর্যটক আহত

কক্সবাজার শহরের কলাতলীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কলাতলী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলাতলী বাইপাস সড়কের ঢালুতে অবৈধ বাস পার্কিংয়ের কারণে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত পর্যটকদের পরিচয় মেলেনি।
স্থানীয় বাসিন্দা কবির বলেন, দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশের নাগের ডগায় সড়কের ঢালুতে অবৈধ বাস পার্কিং করে আসছে বাস কাউন্টার মালিকরা। এ কারণে ঢালু থেকে নামার পথে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। আজও অবৈধভাবে বাস পার্কিং করে যাত্রী ওঠানোর সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। এসময় সিএনজিতে থাকা পর্যটকরা গুরুতর আহত হন। যতদিন এ অবৈধ বাস পার্কিং বন্ধ হবে না ততদিন দুর্ঘটনা কমবে না বলে জানান স্থানীয় এ বাসিন্দা।
আরও পড়ুন
ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বলেন, কলাতলীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ পর্যটক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে।
সাইদুল ইসলাম ফরহাদ/এসএসএইচ