ঈদে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের ফেরত দিল বিআরটিএ

ঈদুল ফিতরকে পুঁজি করে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় নোয়াখালীতে বেশ কয়েকটি পরিবহনে অভিযান পরিচালনা করেছে বিআরটিএ নোয়াখালী। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।
জানা যায়, ঈদুল ফিতরকে পুঁজি করে বাসের টিকিট কিনতে নোয়াখালী থেকে ঢাকা রুটে চলাচলকারী পরিবহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে- এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার বিকেলে অভিযান পরিচালনা করেন বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক আতিকুর রহমান। এ সময় লাল সবুজ পরিবহন, একুশে পরিবহনসহ বিভিন্ন পরিবহনে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় যাতে না করা হয় সেজন্য কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে এবং ড্রাইভারদেরকে গতিসীমা ও নিয়ম মেনে গাড়ি চালানোর অনুরোধ করা হয়।
ভাড়া ফেরত পাওয়া যাত্রী মো. সুমন আরাফাত ঢাকা পোস্টকে বলেন, ঈদ এলেই আমাদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। আমরা নিরুপায় কারণ আমাদের কর্মস্থলে যেতে হবে। তবে আজ অতিরিক্ত ভাড়া ফেরত পেয়ে খুশি লাগছে। এমন অভিযান সব সময় চললে যাত্রীদের জন্য ভালো হতো।
বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঈদুল ফিতর উপলক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে আর যেন ভাড়া বেশি না নেওয়া হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। যদি আমরা অভিযোগ পাই তাহলে আবার অভিযান পরিচালনা করব।
অভিযানে বিআরটিএ নোয়াখালী সার্কেলের মোটরযান পরিদর্শক মাহবুব রাব্বানী, সহকারী রাজস্ব কর্মকর্তা সুজিত রায়, সহকারী মোটরযান পরিদর্শক জাকির হোসেন ও ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
হাসিব আল আমিন/আরএআর