কুমিল্লায় ছাত্রদলের অফিসে ছাত্রলীগ-যুবলীগের হামলা, ভাঙচুর

কুমিল্লা বুড়িচং উপজেলা ছাত্রদলের দলীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় বুধবার (২ এপ্রিল) বিকেলে যুবলীগ ও ছাত্রলীগের ১২ নেতার নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া।
এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিলে ছাত্রদল অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালান।
আরও পড়ুন
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্টের পর থেকে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়াকে হুমকি দিয়ে আসছে। মঙ্গলবার রাত ১০টার দিকে বুড়িচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের অফিসে হামলা ও ভাঙচুর চালান।
বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভূইয়া বলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও তার ছেলে ছাত্রলীগ সন্ত্রাসী সিদ্ধার্থ ও ভাতিজা সুজনসহ ১০/১৫ জন আমার অফিসে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর করে। ২৪ ঘণ্টার মধ্যে যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই। ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডাররা কীভাবে খোলা আকাশের নিচে এখনো ঘোরাফেরা করে প্রশাসনের কাছে জানতে চাই।
এ বিষয়ে জানতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের মোবাইলে কল করা হলেও নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ছাত্রদলের অফিস ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ব্যবস্থা নিচ্ছি।
আরিফ আজগর/এসএসএইচ