শেরপুরে ভাই-বোনের ওয়ারিশান জমির দ্বন্দ্বে ভাই নিহত

শেরপুরের নালিতাবাড়ীতে ওয়ারিশান জমি সংক্রান্ত দ্বন্দ্বে সহোদর ভাই-বোনের মারামারিতে বড় ভাই দুলাল মন্ডল (৬০) নিহত হয়েছেন। বুধবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুলাল মন্ডল ওই গ্রামের মৃত আব্দুল কাদির মন্ডলের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আশকর আলী নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন
সূত্রে জানা গেছে, উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের দুই ছেলে দুলাল মন্ডল ও হেলিম মন্ডল। দুই মেয়ে হামিদা বেগম ও তাকমিনা বেগম। এই চার ভাইবোনের মধ্যে ওয়ারিশান জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এসব দ্বন্দ্ব গ্রামের মাতব্বর ও স্বজনরা ন্যায্যতার ভিত্তিতে মীমাংসা করার চেষ্টা করেন। এরই জের ধরে বুধবার সকাল ৯টার দিকে হেলিম মন্ডল নিজের বসতভিটায় আকাশমনি ও ইউকিলিপটাচ গাছ কাটতে যান। এসময় ভাই দুলাল মন্ডল, বোন হামিদা ও তাকমিনা গিয়ে বাধা দেন। এ নিয়ে ভাই-বোনের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে বোনেরা মিলে ভাইয়ের গলা চেপে ধরলে ভাই দুলাল মন্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। একইসঙ্গে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
মো. নাইমুর রহমান তালুকদার/এসএসএইচ