বান্দরবানে গাড়িতেই রাত কাটাচ্ছেন শতাধিক পর্যটক

ঈদের লম্বা ছুটিতে রেকর্ড পরিমাণ পর্যটক সমাগম ঘটেছে পার্বত্য জেলা বান্দরবানে। জেলা আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট সমিতির দেওয়া তথ্য মতে, ঈদের আগেই পর্যটকরা আগাম ৮০ শতাংশ রুম বুকিং সম্পন্ন করেন।
এদিকে টানা ছুটিতে ঈদের দ্বিতীয় দিন থেকেই জেলায় পর্যটক সমাগম বাড়তে থাকে। বুধবার (২ এপ্রিল) ঈদের তৃতীয় দিনে জেলায় রেকর্ড পরিমাণ পর্যটকের সমাগম ঘটেছে। জেলার অন্যতম পর্যটন স্পষ্ট মেঘলা, নীলাচল পর্যটন কেন্দ্রর প্রবেশ মুখে দীর্ঘ গাড়ির সারি দেখা যায়।
অন্যদিকে রাত নামতেই জেলার আবাসিক হোটেলগুলোতে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে। একাধিক আবাসিক হোটেলে ঘুরলেও কোনো রুম খালি না থাকায় রাত্রিযাপনে বিড়ম্বনায় পড়ার কথা জানিয়েছেন আগত বেশ কয়েকজন পর্যটক। রুম না পাওয়ায় রাস্তায় রাত্রিযাপন করা লাগতে পারে বলে মন্তব্য করেন কেউ কেউ।
আরও পড়ুন
পটুয়াখালী থেকে বান্দরবানে ঘুরতে আশা ১৮ জন পর্যটকের একটি গ্রুপের সদস্য রেজোয়ান জানান, ৩ ঘণ্টা ধরে একটার পর একটা হোটেল ঘুরেও রাত্রিযাপনের জন্য কোনো রুম খালি পাচ্ছেন না। তার মতো অনেকেই রাতে থাকার জন্য আবাসিক হোটেলগুলোতে ঢু মারছেন।
কুমিল্লা থেকে আসা ২৬ জনের একটি পর্যটকের টিম। তারা গাড়ি থামিয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়ছেন। টিমের সদস্য সুমন এবং সোহাগ জানান, সন্ধ্যা থেকে ৩০টির মতো আবাসিক হোটেল ঘুরেও একটি রুমেরও ব্যবস্থা করতে পারেননি। বাধ্য হয়ে গাড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১২টা পর্যন্ত জেলায় আগত শতাধিক পর্যটক আবাসিক হোটেলে রুম না থাকায় বাইরে কিংবা গাড়িতে রাত কাটাচ্ছেন।
এ বিষয়ে জানতে বান্দরবান জেলা আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীনকে একাধিকবার কল করেও মোবাইল বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
এসএসএইচ