মেয়েদের সামনে বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ, ৩ জনের বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ব্যবসায়িক বিরোধের জেরে সংঘর্ষে এম এ বাকার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের মেয়ে তৌনিক শশীনূর যুথী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। তবে বুধবার (২ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এর আগে মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে লৌহজং উপজেলার সাতঘড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন– হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকার শেখ তোফায়েল আহাম্মেদ জামাল (৫৪), মো. ফয়সাল ওরফে বাবু (৪২) এবং মো. কামাল শেখ (৫৬)।
আরও পড়ুন
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, নিহত এম এ বাকার নরসিংদীর শিবপুর উপজেলার মোহরপাড়া এলাকার বাসিন্দা। তবে তিনি পরিবারসহ লৌহজং উপজেলার সাতঘড়িয়ায় বসবাস করতেন। তার স্ত্রী রওশন আরার (৫০) সঙ্গে অভিযুক্ত শেখ তোফায়েল আহাম্মদদের ব্যবসায়িক লেনদেন ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল।
বাদীর অভিযোগ, এর আগে অভিযুক্ত শেখ তোফায়েল আহাম্মেদ ভয় দেখিয়ে তার মায়ের কাছ থেকে সাদা স্ট্যাম্প ও কাবিননামায় স্বাক্ষর নেন এবং নানাভাবে হয়রানি করছিলেন। এরই জেরে ১ এপ্রিল সকালে তৌনিক শশীনূর যুথী ও পরিবারের সদস্যরা শ্রীনগর যাওয়ার পথে অভিযুক্তরা তাদের পথরোধ করেন।
এসময় শেখ তোফায়েল আহাম্মেদ নিহত এম এ বাকারকে গালিগালাজ করলে তার দুই মেয়ে প্রতিবাদ করেন। এরপর অভিযুক্তরা বাকারকে এলোপাথাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বুধবার রাত ১০টার দিকে ঢাকা পোস্টকে বলেন, নিহতের মেয়ে বাদী হয়ে লৌহজং থানায় তিন জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের আগে থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।
ব.ম শামীম/এসএসএইচ